স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুরে এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড এর প্রধান কার্যালয়ে এ একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতিত ছিলেন জনাব মোঃ আজহারুল ইসলাম খান, মহাপরিচালক (গ্রেড-১) যুব উন্নয়ন অধিদপ্তর। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব, মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, বগুড়া জনাব সুদীপ কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন অধিদপ্তরের ইম্প্যাক্ট প্রকল্পের সাম্মানিত প্রকল্প পরিচালক জনাব ড. এস এম আলমগীর কবীর (উপ-সচিব), যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (অর্থ) জনাব মোঃ আব্দুর রেজ্জাক, পরিচালক (দা.বি ও ঋণ) জনাব এ কে এম মফিজুল আসলাম, শাজাহাজনপুর উপজেলা চেয়ারম্যান জনাব প্রভাষক মোঃ সোহরাব হোসেন ছান্নু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইদা খানম । মো: তোছা্দ্দেক হোসেন, উপপরিচালক, বগুড়া জেলা যুব উন্নয়ন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা উন্নয়ন কর্মকতাগণ, শাজাহানপুর উপজেলা কর্মকর্তাগণ এবং এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড সকল কর্মকতা ও কর্মচারীগণ ।
#SEOExpateBangladeshLtd#এসইওএক্সপাটিবাংলাদেশলিমিটেড#স্মার্টবাংলাদেশ#মহাপরিচালক#বগুড়া#ইম্প্যাক্ট#বগুড়াজেলা#যুবউন্নয়ন#উপজেলানির্বাহীকর্মকর্তা#বিনির্মাণের#মতবিনিময়সভা