এসইও এক্সপেট বাংলাদেশ লিমিটেড ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-২০২৪

বগুড়ার শাজাহানপুরে ম‍্যাল্টিন‍্যাশনাল সফটওয়্যার কোম্পানি  এসইও এক্সপেট বাংলাদেশ লিমিটেড ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল ) বিকেলে কোম্পানির প্রধান কার্য‍্যলয়ের হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অত্র কোম্পানির ব‍্যবস্থাপনা পরিচালক ও সংবাদ বুলেটিনের প্রধান উপদেষ্টা মো: মিজানুর রহমান বকুল বলেন, রোজার মাধ্যমে তাকওয়া অর্জিত হয় : মাহে রমজানের অন্যতম শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন। সাওম পালনের মাধ্যমে মনের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে রাখেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম,অত্র কোম্পানির পরিচালক রাজিয়া সুলতানা, উপদেষ্টা রিয়াজ উদ্দিন,ডাক্তার মনিরুজ্জামান স্বপন,ডা: রাফসান জাহান জহি। অন‍্যানের মাঝে উপস্থিত ছিলেন অত্র কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাঃ শাকিল আহম্মেদ,প্রধান আর্থিক কর্মকর্তাঃ মোঃ আবদুর রাজ্জাক,হেড অব অপারেশনঃ মোঃ রেজওয়ান রিফাত,হেড অব এইচ আরঃ রাশেদ হোসেন,কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার সাদিয়া আফরিন,
প্রধান কারিগরি কর্মকর্তাঃ মোঃ রাব্বি হোসেন,
হেড অব কনটেন্ট রাইটিং ঃ নিহাল আহমেদ,
অডিট হেডঃ মোশারফ হোসেন, হেড ওফ ডেভেলপমেন্ট: মো মিসকাত হাসান প্রমুখ।

এর আগে বিকেল থেকেই ইফতার অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক,এলাকার সূধিজনসহ এসইও এক্সপার্টি পরিবারের বগুড়া জেলার ৩ টি ব‍্যাঞ্চের সকল কর্মী কর্মকর্তাগণ অংশ নেন। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান যেন মূহুর্তে পরিনীত হয় কর্মী-কমর্তাদের মিলন মেলায়।

সব শেষে সাবেক পরিচালক শাজাহান আলী সাজুর রুহের মাগফিরাত ও কোম্পানি তথা দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Other CSR of SEO Expate Bangladesh Ltd.

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ফ্রিল্যান্সারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত -২০২৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ফ্রিল্যান্সারদের স�...

যুব উন্নয়ণ অধিদপ্তর এবং এসইও এক্সপেট বাংলাদেশ লিঃ দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অন�

ত ২৯ শে মে ২০২৪ ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান...

We can build your story

We have partnered with great companies and entrepreneurs all over the world. And, provided the best service for them
 SEO Services