SEO Expate Bangladesh Ltd এর পক্ষ থেকে বগুড়া জেলার শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালকরনে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাগেবুল আহসান রিপু মাননীয় সংসদ সদস্য (৪১, বগুড়া-৬) ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং স্থায়ী কমিটির সদস্য এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হযরত আলী, জেলা শিক্ষা অফিসার (DEO), বগুড়া জেলা। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেডের সকল কর্মকর্তা।
#এসইওএক্সপাটিবাংলাদেশলিমিটেড | #SEOExpateBangladeshLtd | #বগুড়া | #শিক্ষাব্যবস্থা | #ডিজিটাল | #মতবিনিময়সভা | #ইফতারমাহফিল | #সংসদসদস্য | #বাংলাদেশআওয়ামীলীগ | #মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রণালয় | #স্থায়ীকমিটি | #সাধারণসম্পাদক | #বিশেষঅতিথি | #শিক্ষাঅফিসার | #সভাপতিত্ব | #মিজানুররহমান | #ব্যবস্থাপনাপরিচালক | #কর্মকর্তা